এক.
আজ এসেছে ফাগুন এই বাংলায়
ফাগুন এসেছে মহীরুহ তরুলতায় ;
শীতের রিক্ত দিনের বিদায় বার্তায়
প্রকৃতি আজ সেজেছে নব শোভায় ।
শিমুলে কৃষ্ণচূড়া কিংবা ঘাসফুলে
ফাগুনের আগমনী গান শুনা যায়;
পাখির মিষ্টি কলরবের বার্তা নিয়ে
আবার এসেছে ফাগুন এ সমীরণে ।
দুই.
ফাগুন মানেই ফুলের শোভায়
ফাগুন মানে পাখির কুহুধ্বনি
উন্মনা আর উদাস করার দিন
আগুনঝরা দিন আনন্দের দিন।
ফাগুন মানেই হৃদয়ে রঙ আর
প্রকৃতিও যে রঙিন,
আজ এসেছে রঙে রাঙার দিন
আজ ফাগুনের দিন।
_____________________
১৩/২/১৮
বেলা : সকাল
মোহাম্মদপুর, ঢাকা ।