ফাল্গুনে ফুল ফুটে মহীরুহ শিমুলে
তন্দ্রার হাই তুলি ঘুম আসে ঝিমোলে ।
বিল জুড়ে ঢেউ তুলে সবুজ নদী
মেঠোপথে ভাঁটফুল দোলে নিরবধি  ।
গম খেতে সোনাঝরে নাচে গম-শীষ
চোখে ভাসে কত ছবি করি নিসপিস !
সকালের কুয়াশায় বিদায়ের সুর
পাখিদের কলরব আহা সু-মধুর ।
শীত শীত ভাব কেটে রোদ ওঠে কড়া
খোকা খুকি কেটে যায় ফাল্গুনী ছড়া ।
উড়ে যায় পাখা মেলে সারি সারি বক
চাঁদ তারা হেসে ওঠে করে ঝকমক ।
পাটালির গুড় দিয়ে মুড়ির মাখন
খেতে খেতে কেটে যায় সুন্দর ক্ষণ ।
কত শত জলছবি কৃষাণের গান
হাতছানি দিয়ে ডাকে মমতার টান ।
ফাল্গুনী সাজ নাই এই শহরে
মন হয় উতলা ঠিক যোহরে !

৩০/৩/২০
মোহাম্মদপুর, ঢাকা।