৭ই মার্চে তুমি দিলে বজ্র হাক--
ঘুরে গেল নিষ্পেষনের নিঠুর বাঁক,
কে জানিত সেই দীপ্ত কথামালা
ঘুরিয়ে দিবে জীর্ণ ইতিবাচকতা ।
রেসকোর্সে আগুনঝরা ফাগুন দিনে
জয় বাংলা ধ্বনি উঠে বক্ষ চিরে
তারপরেতে অত্যাচারের পেষণ -- জ্বালা
তারুণ্যে আর প্রতিরোধের--এই কবিতা
নয়টি মাসে রক্ত ঢেলে
প্রিয় স্বজন উঠোন ফেলে
বুকের তাজা রক্ত দিয়ে
আনলো স্বাধীনতা -- এই কবিতা ।