চুরুলিয়ার একটি ছেলে দুখু মিয়া নাম
দুঃখে কাটে শৈশব তার নীলচে চিঠির খাম ।
তালপুকুরে ফুলের বনে কাটত তাহার বেলা
বসত না মন পড়ায় তাহার চলত সুরের খেলা ।
দরাজ গলায় আযান দিত শিশু মুয়াজ্জিন
কল্পলোকে ঘুরত তাহার সিন্দাবাদের জিন ।
লেটো দলের মধ্যমণি কিশোর নজরুল
অগ্নিবীণার আবির্ভাবে ফুটল দ্রোহের ফুল ।
বিদ্রোহী বীর সর্বহারার সাহস সঞ্চয়ন
সব্যসাচীর হৃদয়পটে আলেয়া মঞ্চয়ন ।
উপন্যাসে গান কবিতায় নাটক নিবন্ধে
ডাকল মানুষ ডাকল জাতি হরেক প্রবন্ধে ।
ডাগর চোখের শ্রান্ত কবি দিলেন হৃদয় ঢালি
ছিলেন যিনি নকিব মোদের ছন্দলোকের মালী ।
মসজিদেরী সবুজ ঘাসে ঘুমিয়ে আছে কবি
জুলফিকারের গুল-বাগিচার সর্বহারার রবি ।