করোনা করোনা
কাউকেও ছাড়ে না
মরণের ফাঁদ
বিশ্বের দেশে দেশে
ছড়িয়েছে ভেসে ভেসে
মানছে না বাধ ।
শুনো শুনো দেশবাসী
শুনো প্রিয়জন
ঘেঁষাঘেঁষি করো না
হও সচেতন ।
ক'টা দিন ঘরে থাক
আল্লার নাম ডাক
অযথা ঘুরাঘুরি
মলামলি ঢলাঢলি
দিয়ে দাও বাদ ।
কেটে যাবে রাত
আসবে প্রভাত ।
হাত ধোও বেশ করে
অফিসটা শেষ করে
আসবে যখন
বাসে আর ঝুলো না
কথাগুলো ভুলো না
মেনে চল পন ।
এইবার খাঁটি কথা মন দিয়ে শোন
এই রোগ হলে
ধুকে ধুকে মলে
জানাজাও জুটে না
সাথে কেউ থাকে না
ছড়াবে সে ছুঁলে
ছুঁলে তাকে ভুলে ।
শেষমেশ বলি ভাই
ঘরেতেই রও
দোয়া কর বারবার
সচেতন হও ।
#করোনা
#হুসাইন দিলাওয়ার
২৯/০৩/২০