চড়ুইপাখির এমন স্বভাব
একটুও তার নাইকো লাজ
পরের বাসায় ফাঁকফোকরে
নিজের বাসা গড়ে
চালাক পাখি চড়ুই তবু
ফুড়ুৎ ফুড়ুৎ উড়ে  ।
গাছের শাখায় ডালে ডালে
ছোট্ট ঠোঁটে আহার পুড়ে
ছানার মুখে  তুলে
পরের কোঠায় আবাস গড়ে
গান গেয়ে যায় গলা ছেড়ে
শাসন বারণ ভুলে ।