এই শহরে ছুটছে সবাই
সবার মতো;
বুড়িগঙ্গার নোংরা পানিও
ছুটছে অবিরত ।
ছুটছি আমি,  ছুটছো তুমি
ছুটছি কিসের পানে ?
পিছনপানে চাইনা ফিরে
কোন গন্তব্যের টানে ?