সৃষ্টি ছাড়া বৃষ্টি মেয়ে
আর কেঁদো না আর না
সকাল বিকাল কাঁদলে এমন
ভাল্লাগে না আর না ।
এইতো তুমি রাত্রিবেলা
কলমি লতার প্রান্ত ছুঁয়ে
ঝনঝনাঝন শব্দ তুলে
ঝরলে পবন গগন নুয়ে ।
সকাল হতেই ভিজিয়ে দিলে
ব্যস্ত উঠোন আবাস ঘর
দুপুর গড়ায় গল্প করায়
তবুও ঝরো অতঃপর ।
কান্না তোমার থামাও এবার
আহ্লাদী ও বৃষ্টি রাণী
কাজ ফেলে আজ কামলা কৃষাণ
গান ধরেছে ঘুম পাড়ানী ।