বিজয় মানে উদার আকাশ
মুক্তস্বাধীন দেশ
বিজয় মানে তোমার আমার
প্রিয় বাংলাদেশ ।
বিজয় মানে বিভেদ ঘুচি
হৃদয় করি শুদ্ধ
বিজয় মানে রক্তক্ষরণ
খুলল যত রুদ্ধ ।
বিজয় মানে মুজিব ভাইয়ের
৭ ই মার্চের ভাষণ
বিজয় মানে নয়টি মাসে
নির্মমতার কাশন ।
বিজয় মানে জয় বাংলা
বাংলা আমার দেশ
বিজয় মানে লাল সবুজে
থাকবে না বিদ্বেষ ।