ঘাম গড়িয়ে           জান ঝরিয়ে
            বিজয় আসে
স্বপ্ন বুকে             বিজয় সুখে
           স্বদেশ হাসে ।

বিজয় স্বপন         যুদ্ধ খোকন
                 শহীদ হয়ে
স্বাধীন স্বদেশ        সুখের আবেশ
                সবুজ ভূ-য়ে ।

স্বপ্ন চাষে          নয়টি মাসে
             মগন ছেলে
অনেক দামে   অনেকে ঘামে
বিজয় পাখি   পাখনা মেলে ।

গগন জুড়ে     নতুন সুরে
           কোরাস গাই
এই দেশেতে   ভাব-বেশেতে
           বিভেদ নাই ।

#বিজয় আসে
©হুসাইন দিলাওয়ার