মিরজাফরের সান্ত্রী সেপাই
মিরজাফরের নাতি
মিরজাফরের ছেলে পুলে
মিরজাফরের হাতি ।

মিরজাফরের জ্ঞাতি-খুড়ো
মিরজাফরের সাথী
মিরজাফরের লোলুপতায়
হানরে নবীন লাথি !

মিরজাফরের ঝান্ডাবাহী
প্রভূর সেবা দাস
আজও তারা রাজ্য বিকায়
দেশের করে নাশ !

কে আছিস'রে তিঁতুমীরের
বেম্বু জাহাঁবাজ
মুক্ত স্বাধীন জন্মভূমির
শপথ করি আজ ৷