এই গাঁ --
অজপাড়া-গাঁ
আমার শেকড় ছড়ানো গা
আমের মুকুল আর ভাঁটফুলের শোভা
রক্তরাঙা শিমূল ফুলে অপরূপ আভা
এই গাঁ--
আজপাড়া-গাঁ
আমার শেকড় ছড়ানো গা ।
বাতাবিলেবুর ফুলের গন্ধ হৃদয় আকুল করা
মাঠজুড়ে ধানের চারায় যেন স্মৃতিরা করে খেলা
এই যে আমার গাঁ ,
যেথায় থাকে আমার মা--
প্রাণ জুড়ানো পাখির গানে মোটরশুটির খেত
যেথায় লুকিয়ে বাঁশঝাড়ে সব রূপকথার'ই প্রেত ।