আমাদের গাঁয়ে আছে মাঠ ঘাট ঝিল
আমাদের গাঁয়ে উড়ে বাবুই কোকিল
আমাদের গাঁয়ে আছে মাঠভরা ধান
আমাদের গাঁয়ে পাবে জারি-সারি গান ।
আমাদের গাঁয়ে পাবে বাকা মেঠোপথ
আমাদের গাঁয়ে উড়ে শান্তি কপোত
আমাদের গাঁয়ে আছে রকমারি গাছ
জোনাকিরা জ্বল উঠে পড়ে গেলে সাঝ ।
শিল্পীর পটে আঁকা আমাদের গাঁ
ভেদাভেদ নাই হেথা আমির-চাষা
চারদিক সবুজের অপরূপ শোভা
মনকরা গ্রামখানি যায়না ভোলা ।