বছর ঘুরে আবার এলো
মাহে রমজান
মানব জাতির জন্য রোজা
মহান রবের দান ।
পূণ্য আলোর আলোক ছটায়
পাপের অবসান
সাম্য প্রীতির শুভ্র বাতাস
বইছে অফুরান ।
এই মাসেতেই নাযিল হলো
মহাগ্রন্থ আল কুরআন
তাইতো এ মাস হাজার মাসের
অধিক মূল্যবান ।
রমজানে রাখলে রোজা
আমল হবে পূর্ণ
সকল কালো দূর হয়ে তাই
পাপগুলো হয় চূর্ণ ।