বছর ঘুরে রোজার শেষে
এলো খুশির ঈদ
খুশির বানে খোকার চোখে
উবলো বুঝি নিঁদ ।
ঈদের দিনে বিভেদ ভুলে
আনন্দেতে মাতি
ভাইয়ের সাথে বিভেদ কেন
আমরা কি সেই জাতি ?
আমরা হলাম সবাই ভাই
সকল মুসলমান
হৃদয় মোদের বিশাল বড়
খোলা আসমান ।
ঈদের দিনে কোর্মা পোলাও
একাই বুঝি খাবে
তবে কেমনে ঘুঁচবে বিভেদ
ঈদ'কি সবার হবে ?
তাইতো বলি ঈদের খুশি
বিলাও সাবার মাঝে
সবার জন্য ঈদ আনন্দ
ঈদের গানা বাজে !