(কবির ৮৪তম জন্মদিনে নিবেদিত কবিতা)
সোনার দিনার চায়না ডাহুকী
চায়না সোনার নোলক
আগুনের মেয়ে ডাকছে তোমায়
ডাকছে গোটা ভূ-লোক ।
পানকৌড়ি ডাকছে তোমায়
করবে সমর্পণ
প্রভাতফেরীর মিছিল তোমায়
জানায় আমন্ত্রণ ।
বখতিয়ারের ঘোড়া তোমায়
ঘুরাবে লোকালয়
লোক লোকান্তে তোমার কাব্যে
এসেছে দিগ্বিজয় ।
আকাশ তোমায় ডাকছে হেসে
খেলবে তোমার সঙ্গে
ফুল-কলিরা সুবাস জমায়
ঢালবে তোমার অঙ্গে ।
আমার আছে ঝালের পিঠা
লঙ্কাবাটা-তাও
আতপ চালের সুবাস নিবে
এসো আমার গাঁও ।
কোথায় তুমি পাখির কবি
ফুলের কবি হায়
শুয়োরমুখো ট্রাক'যে হেথা
আবার দেখা যায় ।
খুঁজছি আমি তোমায় কবি
খুঁজব আমরণ
তোমায় খুঁজে গল্পপ্রেমী
কাব্য রসিকগণ ।
তোমার ছড়ায় কাব্য কথায়
যাই হয়ে যাই বুঁদ
তুমি আমার কাব্যগুরু
কবি আল মাহমুদ ।