একুশ আমার হৃদয়ের দোল
আবেগের সঞ্চার
একুশ আমার আশার আলো
আলোকের বিস্তার ।
একুশ আমার সোনার ফসল
অশুভের গাত্রোত্থান
একুশ আমার চেতনার মিনার
জালিমের প্রস্থান ।  
একুশ আমার মজবুত হাত
হাটাই দখলবাজ
একুশ আমার উদার বক্ষ
শান্তির সওগাত ।
একুশ আমার নির্মল সুখ
ঘাতকের চপেটাঘাত
একুশ আমার চির অহংকার
শুভ্র আলোর রাত ।


ডি.হুসাইল
লেখক ও সংগঠক