লাল সবুজের এই পতাকা অনেক দামে কেনা
সবুজ মানে বাংলার রূপ
লাল আবেশে রক্তকণা
এ-তো বাংলা মায়ের দামাল ছেলের বিজয়গাঁথা ।
বিজয় মানেই রক্তস্নাত শহীদ স্মৃতি
বিজয় নিয়ে আমরা লিখি কাব্য গীতি
নয়মাসের রক্তজলে এই যে বিজয়
এতো সহজেই হয়নি ও ভাই এ অভ্যূদয় ।
একাত্তরে এই জমিনে ঝড়েছে কত রক্ত
পাক বাহিনীর পৈশাচিকতা করে দেয় স্তব্ধ !
আজকে সময় স্বপ্ন বুনার শোধা রক্তের ঋণ
বাংলার বুকে বাজাবো মোরা সমৃদ্ধির বীণ।