আমরা শিশু আমরা কিশোর 
আমরা পথিক আলোর
আমরা কুঁড়ি আমরা ফুল
সত্য ন্যায় আর ভালোর   ।
আমরা আঁকি আমরা লিখি
নিত্য শিখি পাঠ
ধর্ম জাতি নির্বিশেষে করি
মানব সেবার কাজ। 
এসো বন্ধু আজকে ভুলি
সকল পিছুটান
মোদের চলার গতিতে পাক
সবশিশুরা  প্রাণ । 
আমরা নবীন  বন্ধনহীন
আমরা সেবক দেশের
আমরা কবি আমরা রবি
কল্যাণকামী দশের ।
আমরা কুড়িঁ ইচ্ছেঘুড়ি
নাটাই সুতোহীন
সাত সুমুদ্দুর তের নদী
নিমিষে বিলীন  ।