ঘরছাড়া সব মানুষ বুঝে

ঘরের কী টান

আবাসভূমির মায়ায় ভাঙে

সব অভিমান।

ভস্ম গায়ের বধ্যভূমির

হরিৎ ফসল

হাতছানি দেয় স্বদেশটা ঠিক

ঠায় অবিচল।

মগের মুলুক যাই বল না

কিংবা মবের

জন্মভিটা শ্রেষ্ঠ ভূমি

মোদের সবের।

ফিরুক তারা সম্মানে

রাজার মতন

শেষ হয়ে যাক বর্বরতা

সকল পেষণ।