এ দেশের তনুরা
অভিজিৎ রুনিরা
পায় না বিচার
আঘাতে ও আগুনে
বর্ষায় ফাগুনে
উড়ে যায় প্রাণ পাখি
জীবন খাঁচার !
এ দেশে বন্দি
বিবেকের দরজা
পশুদের আঘাতে
খুনে ভাসে খাদিজা ।
পুড়ে মরে নুসরাত
খুনিদের আগুনে
কত জন গুম হয়
কি হবে তা-গুনে ?
বেঁচে যায় অমানুষ
মরে যায় রিফাতে
পার পায় খুনিরা
ক্ষমতার দাপটে;
মরে যায় বোধগুলো
বিকের ক্রোধগুলো
কেঁদে কেটে ঝাপটে !