একবার দূরত্ব কমিয়ে দেখো আমি কতটা ভালোবাসি তোমায়।একটি বার উপবোক করে দেখো কত খানি আধর জমা রেখেছি তোমার জন্য।
তুমি আবার আসলে,
পুনরাই নতুন করে ঝাপটিয়ে ধরবো।
আঘাত তিক্ততা ভুলে গিয়ে
ভালো ভাসবো তোমায়।
এতটুকুও অপেক্ষা করবোনা,
যতটা না দ্রুত চোখের পলক পড়ে যায়।
তুমি আবার আসলে,
মোগল সাম্রাজ্যের মতো সাহসী হয়ে যাবো,
যুগান্তকারীদের বিরুদ্ধে লড়াই করবো।
তুমি রাজি হলে,
অনিয়মের মধ্যে বেড়াজাল ছেয়ে দিবো।
শুধু তুমি ফিরে আসো।