আমি তোমাতে শিহরিত,
তোমার কি মনুষত্ব জাগে না।
আমি তোমাতে লাঞ্ছিত,
তোমার কি মনুষত্ব জাগে না।
আমি নৈপূণ্যতার বিচার করি না,
তোমার কি সৌন্দর্যের অহংকার কমেনা।
যদি তুমি পতিতালয় থেকে পরিক্রমা ঘটাতে,
তখনও কি এই সুন্দর্যের বড়াই করিতে।
—আমি বিষাক্ত নয়,
কিন্তু তোমাতে বিষাক্ত হয়েছি।
—আমি কলঙ্কিত নই,
কিন্তু তোমাতে সম্মান বিলিয়েছি
অহে কাঞ্চনা,
তোমার কি আমার জন্য একটুও মায়া লাগে না।
আমি ইস্পাতের মতো তোমার জন্য দ্রুত ছুটি,,
আমি বসন্তের বাতাস হয়ে তোমাতে ছড়ায় সুবাস
তোমার কি একটুও প্রেম জাগে না
তোমার কি একটুও মনুষত্ব জাগে না।
আমি কবিতায় লিখি তোমায়,
কল্পনায় আকি তোমায়,
শুরে শুরে ডাকি তোমায়,
সময় অসময়ে মনে করি তোমায়,
তোমার কি ছন্দহীন কবি কে একটু মনে পড়েনা।
তোমার কি একটু মনুষ্যত্ব জাগেনা।

—আমি বায়োস্কোপের নেশা ছেড়েছি,
—কফি  হাউসের আড্ডা ছেড়েছি,
—পুরোনো বন্ধুদেরকে ছেড়েছি,
তবুও তোমার কি একটু মনুষ্যত্ব জাগেনা,
একটু কি প্রেম জাগেনা।