হঠাৎ করে ঝোয়ার এলো,
আকাশ, মেঘ, পাহার খুশিতে মেতে উঠলো
বসন্ত আবার পুনরাই ফিরে আসলো
কেউ বুঝি এলো,

বকুল ফুলের সুগন্ধি ছড়ানো বাতাস'
চাদের মতো উজ্জ্বল চেহারা------
সত্যি করে বললে,
রিদয়ে হটহাট আওয়াজ বাজিয়ে গিয়েছো'
সেই যে এসেছিলে

কত পলক ফেলেছি,
কত মূহুর্ত থেকেছি তুমি বিহিন
একাল পেরিয়ে কত অকাল চলে আসলো,
তুমি আসলেনা-----------
সেই যে এসেছিলে ,
আর আসলে না।