রঙের মানুষ রঙিন সাজে,
রক্তলালে ভেসে ভেসে__
অনুকূল, প্রতিকূল,
এ সে লাল সে ফুল__
সুবাসে সুবাসিনী,
অ'লহে কলংকিনী__
হরনী,হস্ত প্রলেপ,
বৈচিত্র্যা, রক্ত গোলেপ,
কন্ঠস্বর,বিষায়িত,
অশ্রুস্রায়, বিকলিত__
চন্দ্র, সূর্য,নির্মুক্ত,
অগ্নীশ্বর উন্মুক্ত
ভবগড়ে নিয়ম পূরে,
অনিয়ম, অসহচড়ে __[সংক্ষেপিত