মেঘাচ্ছন্ন আকাশ,বৃষ্টি হবে
তাই ছাতা নিয়ে দাড়িয়ে আছি
দূর থেকে কেউ এক চুপে তাকিয়ে
যেন আমাকে দেখছে
তারপর,
তারপর,
বহুদিন হলো,
বৃষ্টির ঋতু বিদায় নিলো
চলে এলো কুয়াসার সকাল
পাখিদের কিচির মিচির শব্দ
তার সাথে সুগন্ধি ফুল ছিলে তুমি
দেখা হলেই এক চুপে তাকিয়ে
বুঝলাম চোখ কথা বলে
মায়ায় ভরা টান,
রাতের ঘুম, ভাবনার শহর,
এক ঘেসে শুধু তোমায় নিয়ে ভাবে
যেন কথার উত্তর খুজে,