ইশশ,
তুমি যদি আমার হতে,
তুমি যদি কৃষ্ণচূড়া পেড়িয়ে আমারই থাকতে
তাহলে বো্ধ হয় আকাশ মেঘে ডেকে যেতোনা
হতোনা চাদনি রাত  অন্ধকারাচ্ছন্ন।

ইশশ,
তুমি যদি আমার হতে,
তুমি যদি চিরতরে থেকে যেতে
তাহলে হয়তো অসম্পূর্ণতার সূচনা হতোনা
অবহেলা আর অনিয়মের অশৃঙ্খলা জন্মাতো না।
দেখা যেতো না বেড়াজালের স্টাম্প বাদা।
ইশশ,
তুমি যদি আমার হতে,
তুমি যদি নিয়ম ভেঙে অনিয়মে থেকে যেতে
তাহলে হয়তো নিয়ম–নিয়ম,
হিসেবটা অনিয়মে পরিপূর্ণ হতোনা
ভালোবাসা আর তখন বিষাক্ত ছায়ায় ছেয়ে যেতোনা।
হারাতো না দেহ তার আত্মা ।

ইশশ,
যদি তুমি আমার হতে,
তাহলে আমি আমাকে বুঝতাম,
আমি আনন্দে আত্মহারা হয়ে প্রায় জ্ঞানই হারাতাম।
তবুও তোমার দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকতাম।

ইশশ,
ইশশ,
যদি তুমি আমার হতে......।