এমনো তো হয় এক পলক মিলেনা।
কত গেল কত আসিবে,
তবুও আপনের টান কি ভুলিতে পারিবে।
পুরান কালে দেখিতাম কত টান,
একালে এসে দেখিলাম সব সার্থ প্রান।
কত বর্ষা ফুরাইলো,
তবুও কষ্ট ফুরাইলোনা।
সেই বহদিন আগে দেখেছিলেম,
আর মিলেনা দেখা,হলো তো বহুকাল।
যদি দেখিতাম একবার নয়ন বড়িয়া,
তাহলে আরো কটা দিন,
এ অন্তর আপন আপন করিয়ে কাদিতোনা।[সংক্ষেপিত ]