আর দেখা হবেনা,
বহুদিন দিন বহুবছর আর আমাদের দেখা হবে না
এক যুগ হলেও হতে পারে
অদ্ভুতুরে এক মায়া একপাশে রাস্তা দেখায়,
অপেক্ষা করতে হতে পারে তবুও,
আর দেখা হবেনা
আর দেখা হবেনা,
হয়তো এক প্রান পেরিয়েই যাবে
ফুল গজিয়ে ফুল শুকিয়ে যাবে,
নদী শুকিয়ে হয়ে যাবে মরুভূমি
পরিবর্তন হতে পারে পৃথিবীর রূপ রেখার
পাল্টে যেতে পারে পাখিদের গলার সুর তবুও,
আর দেখা হবে না
আর দেখা হবেনা,
রোদ্দুশ্বাষ ঝিমজিমিয়ে ক্লান্ত হয়ে পরবে
দুপুর সন্ধ্যা, সকাল সব এক হয়ে,
ফুসে উঠবে রাএিতে,
গনগনিয়ে শব্দ দূষন হতে পারে আত্মচিৎকারের তবুও,
আর দেখা হবেনা,
কোনদিন না ।