তোমার একবার যাওয়া উচিত
দালান জাহান

উচ্চারণগুলো অনুসরণ করো
শূন্যতা ও সংস্কার স্বরুপ
পাখিরা কিভাবে ভাগ করে নিয়েছে ঈশ্বরের নিঃশ্বাস।
যে কোন মানুষের একবার যাওয়া উচিত
মৃত্যু ও আগুনে জ্বলা জ্বলন্ত শহরে
রক্ত ও স্ফুলিঙ্গে পোড়া ভবিষ্যতের নিচে দাঁড়িয়ে
একবার হলেও কল্পরেখা টানা উচিত
ব্রাকেটে লিখিত সত্য-মিথ্যের সাঁতারে
ডোবে যাওয়া সূর্যের ইহকাল-পরকালে।
আগমন বা বিদায়ের বিষাদ
সবসময় সমানুপাতিক না ও হতে পারে
শুধু দশমিক ও ছাড়পত্রে ভরে যেতে পারে
উত্তরপত্র সহ জীবনব্যাংক।
সুতরাং এখানে বসার আগে
তোমার একবার যাওয়া উচিত
তোমার দেখা উচিত  
সাগর।  নদী। রক্ত! রক্ত!
রক্তদলে ভাসতে ভাসতে সবুজ
বাংলার হৃদয় কতটুকু লাল!

দালান জাহান
০৭.০৮.২৪