উচ্চারণগুলো অনুসরণ করো
শূন্যতা ও সংস্কার স্বরুপ
জনগণ ভাগ করে নিয়ে গেছে ঈশ্বরের নিঃশ্বাস।

যে কোন মানুষের একবার যাওয়া উচিত
মৃত্যু ও আগুনপূর্ণ রাজপথে
রক্ত ও স্ফুলিঙ্গের ভবিষ্যতের নিচে দাঁড়িয়ে
একবার হলেও কল্পনা করা উচিত
ব্রাকেটে লিখিত সত্য-মিথ্যের সাঁতার
ডোবে যাওয়া সূর্যের রক্তাক্ত পাণ্ডুলিপি।

আগমন বা বিদায়ের বিষাদ সুদ
সমানুপাতিক না ও হতে পারে
শুধু দশমিক ও ছাড়পত্রে ভরে যেতে পারে
ট্রলি লকার সহ বাংলাদেশ ব্যাংক।

সুতরাং এখানে বসার আগে
তোমার একবার গণভবনে যাওয়া উচিত
তোমার দেখা উচিত  
বাংলার হৃদয় কতটুকু লাল
তারা  কখনোও মানে না প্রবাসী বাতাসে ভাসা
শোষক ও জুলুমের রাহুগ্রাস।

দালান জাহান
০৭.০৮.২৪