দালান জাহান
পাখির মতো আকাশে ওড়ে
একটি সবুজ সমতল ছায়া
তার শীতল স্পর্শে প্রজনন উর্বর
পরিশ্রমী প্রজাপতিরা
আঘাতে আঘাতে লাল স্পন্দনহীন পৃষ্ঠা
ধরনীর পথে পথে পাতা আলপিন।
অন্ধকারে অদ্ভুত হাত
সমতল ছায়া ভেসে যায় সমুদ্র মায়ায়
নড়ে নড়ে জেগে ওঠে, সবচেয়ে ক্ষুধার্ত সিংহের দাঁত
বুকের বোতাম খোলে দাঁড়িয়ে থাকে বুক
অনুভূতি পূর্ণ ইথারে কাঁদে দুঃখের মতো শিল্পের ছবি।
দুঃসহ শূন্যতা মাখা পৃথিবীর মুখে
শিল্পী এঁকে দেয় জন্মের দাগ
তারও অনেক উপরে বসন্ত বঁধু
দু'হাতে ছড়িয়ে যায় রঙ্গ নদী
বীণার চুম্বনে গর্ভবতী, বাতাসের ঠোঁট
কাঁপতে কাঁপতে প্রসব করে প্রেম
জীবনের অধিক আয়োজনে
সঙ্গীতে সঙ্গীতে কেঁপে ওঠে বেশ্যার গান।
তবুও নদী নিয়ম করে অবসাদে যায়
চোখের জলে ডোবে ডোবে ফুরিয়ে যায় দান
সন্ধ্যায় শাঁখ বাজে বাঁশি বাজে
মসজিদে মসজিদে ধ্বনিত হয় আল্লাহ্ আকবার
অন্তহীন ভাবনায় অগণন বছর ধরে
ঈশ্বরের দিকে মুখ তোলে
তাকিয়ে কাঁদে বামন কুকুর।
দালান জাহান
১২/৭/১৯
ময়মনসিংহ।