ঈশ্বরের হাত ধরে অসংখ্য ইঁদুর
পৌঁছে গেছে পাহাড়ের ছাদে
তারা এখনও চূড়ায় দাঁড়িয়ে হাত তালি দেয়
বাঁশি বাজলে নেচে ওঠে দাঁত কামড়ায়।
একদিনের প্রার্থনা ভাঙা সরলছায়ারা
হারিয়ে যায় লাল পার্সপোর্টে।
ক্ষতের কাগজে শব্দহীন কালো কান্না
উপোস ভোরে জলদৌড়ে আসে শিমুল ফুলের বিয়ে।
মায়ের হাত থেকে রেখাগুলো কেড়ে নিয়ে
তারা কুকুরকে দিয়ে দেয়
মস্তিষ্ক ছিঁড়ে ছিঁড়ে পালন করে বিশুদ্ধ মৃত্যু উৎসব।
মুমূর্ষু ক্যালেন্ডার থেকে
পৃথিবীতে নেমে আসছে শীতলশোক
আমি আকাশকে বলে দিয়েছি
আমি ঈশ্বরকে বলে দিয়েছি
ইঁদুরগুলো থামান। ইঁদুরগুলো নিয়ন্ত্রণহীন।

দালান জাহান
২৯.০৭.২৪