রক্ত ঝরে রক্ত ঝরে
রক্ত দিয়ে যতন কর
জীবন নিয়ে রসিকতা
স্বৈরাচারের পতন কর।

ভয় পেয়ো না ভয় পেয়ো না
জীবনঝরা বৃষ্টিতে
রক্তকোটায় ! রক্ত দিয়ে
নতুন দেশের সৃষ্টিতে।

আমার ভাই মরলো কেন
রাষ্ট্র তুমি জবাব দাও ?
ছাত্র মেরে ছাত্র ধরে
কেমন সোনার বাংলা চাও?

দেশ কেঁদেছে দেশ ভেসেছে
জালিম ছায়ার মন্ত্রতে
কেউ রবে না ঘরে বসে
জেল-জুলুমের তন্ত্রতে।

কান পেতে রই কান পেতে রই
শেখ মুজিবের ভাষণে
"একটা যদি গুলি চলে"
থাকবে না কেউ আসনে।

বাঁচতে হলে মরতে হবে
বাঁচার জন্য মরতে যাও
স্বৈরাচারী সন্ত্রাসীদের
অন্ডকোষে লাথি দাও।

দালান জাহান
২৮.০৭.২৪