কি হারালাম! কি যে পেলাম
দিন শেষে তাই ভাবি
ভ্রমর চোখে রয়েই গেলো
ভালোবাসার দাবি।
হারিয়ে সুখ ভীষণ অসুখ
তারে কোথায় পাবি?
সেই ছোঁয়াচে প্রেম পূজারী
তোমার নামে তীব্র মিছিল
রোদ গুছানো খামে
দিন লুকালেই বিষাদ কালো
নিখোঁজ নামটি নামে।
বাহির দেখে বুকের আগুন
পাল্লা দিয়ে কেউ মাপে না
এই শহরে তোমার খবর
কেউ ছাপে না। কেউ ছাপে না।
সব দিয়ে যে সব নিয়ে যায়
বাঁচার সকল চাবি
তাহার প্রতি থাকবে আমার
আখিরাতেও দাবি।
দালান জাহান
০৫.০১.২৫