বিধাতার সামনে গেলে
আমি গুলিকে দোজখে পাঠানোর অনুরোধ করব
যে রাইফেল বয়ে বেড়ায়
যার শরীরে আঘাত করতে করতে
শক্ত হয়েছে আমার আঙুল
আমি সেই আঙুলকে দোজখে পাঠাতে
অনুরোধ করব।
অনুরোধ করব পাখির কাছে ফুলের কাছে
নদী ও মৌমাছিদের কাছে
যারা আমাদের জন্য টপিক ছেড়ে দেয়
খুন ও রক্তের বিনিময়ে
যারা নিশ্চিত করে নিজেদের আখিরাত
পাখির কাছে অনুরোধ করব
তোমরা তাদের কণ্ঠ দিও না
ফুলের কাছে অনুরোধ করব
তোমরা তাদের সৌরভ দিও না
নদীর কাছে অনুরোধ করব
মৃত্যুমুখে তুমি বাষ্প হয়ে ওড়ে যেয়ো
মৌমাছিদের অনুরোধ করব
নমরুদের আগুনের মতো তোমরা তাদের
আক্রমণ করো।
রক্তপাত ও অত্যাচারীর দুনিয়ার
পৃথিবীর শেষ মানুষটির প্রতি অনুরোধ করব
আরেকটি নূরুলোদয় না হলে
অভিশাপ দিও।
আরেকটি আবু সাঈদ বুক না পাতলে
অভিশাপ দিও
নষ্ট সভ্যতার জুলুমকারী লুটেরাদের
শেষ না হওয়া পর্যন্ত রক্ত দিও! রক্ত দিও!


দালান জাহান
১৫.০৭.২৪