একটি গুরুতর অন্ধকারের পর
আকাশ ভেঙে নামুক পাপের প্রলয়
আমরা দরজায় খিল দিয়ে বসে থাকব
সর্বনাশের উপর সর্বনাশের ঝড়ে
সমস্ত কান্না ধুয়ে মুছে পরিস্কার করুক
মানব এবং অতিমানবদের অবিনশ্বর মন ।
এরপর বেড়ে যাক
আমাদের আনন্দের বয়স দিপ্তীর বয়স
কাস্তে হাতে কৃষকের ধানের গোছায়
চল্লিশ ছেঁড়া গেঞ্জির বয়স
আমরা বর্ষকে বরণ করে নিব
টিনের চালে ডুগডুগি তবলায় বর্ষায়।
নগরের ঘুম চোখে
আমরা উড়াব ফিরোজ পিরান
বৃষ্টির পিপাসায় ছাপা ছাপের-তবন
দারুণ রুদ্রতাপে শুকাতে দেব
শিশু সন্তানের মূত্রে ভেজা নকশীকাঁথা
খাঁ খাঁ প্রান্তরে খনার বচন
উচ্ছ্বসিত প্রাণের মেলায় সাজিয়ে রাখব মা-মাটি ও মানুষের পুতুল।