বিগত বছরগুলো গতকাল দুপুরের খবর
অন্ধকার বিষন্ন আকাশ আজকের অতীত।

প্রতিদিন ঠোঁটেরা কাঁদে
সভ্যতা বীজ রোদ বর্ষা উন্মাদ যৌবন
কিচমিচ পাখি পৃষ্ঠা মাটি মায়া
ছায়া! ছায়া! ছায়ার পাণ্ডুলিপি।

একটি বিসর্গ ঘর মেঘের মাখন
হাঁটু ছাড়া হাঁসেরা মেরামত করে
মানুষ ও মোমবাতি।
জীবন চিরকাল প্রশ্নের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে।

দালান জাহান
২৮.০৩.২২