তীরবৃষ্টি
তোমার রক্তচোখ খুঁটে খুঁটে খাচ্ছে
মন ও মানচিত্র।
বর্ষণ
অবরুদ্ধ শ্রুতিশব্দ
গুলি ও বন্ধুকে আবদ্ধ নিঃশ্বাস
মাটিতে লুটিয়ে পড়ছে ব্রহ্মকেশী মা।
জলবন
এই মহান সভ্যতায় রক্তপ্লাবন
তোমার হাত দিয়ে বের হয় লাশের নদী।
এই সূর্য অবাঞ্ছিত
এতো সব কান্না ও অশ্রসজল বৃক্ষের নিচে
তুমি সূর্য ও সিমেন্টের বিরহে উন্মাদ।
দাফন উৎসব
এই রক্তমুখ এই জুলুমের সংবাদ চোখ
স্থাপিত হোক তোমার দাফন উৎসবে প্রিয়তমা।
দালান জাহান
৩১.০৭.২৪