কষ্ট
দালান জাহান
অভিশপ্ত নগরের কর্কশ চিৎকারে-/
সাবধানী সীমান্তে সুধা চামড়ার কষ্ট/
আজন্ম জালে পড়া মানুষের দলে-
পালিশ করা নাকের দরদী কষ্ট /
জুতোর কালির গন্ধে ভরা-
রোজকার ভাতের সাদাকালো কষ্ট/
ঢাকনা চাপা বাঈজি নুডি-
অভিলাষী জাঁতা কষ্ট/
নশ্বর ধরনীর অবিনশ্বর স্রোত কষ্ট ।
ধূমায়িত কফির কফিনে-
কবি শেখরের লাল-নীল কষ্ট/
বানের জলে ভাসা কৃষকের-
গৃহহারা ফসলের কষ্ট /
ক্ষুরধার ক্ষুধার জ্বালায়-
নাবালিকা নাহারের রাজ কষ্ট/
সিগারেটের ধোঁয়ায় উড়া-
রক্ষণশীল মানুষের গলায় জমা কষ্ট/
মদের পেয়ালায় জমা-
বিরহী প্রেমিকের বিপণনের কষ্ট।
কাফনে মোড়ানো মুর্দার-
বিদায়ের ফেনা কষ্ট/
ফাঁসিকাষ্ঠে ঝোলা নিষ্পাপ মানুষের
অমায়িক হাসির কষ্ট/
আলাপের জাল বুনা-
স্মৃতির চাদরে হিমায়িত কষ্ট/
পৃথিবীর চোখ থেকে উত্তাল দহনে
সমুদ্রের গর্ভ কষ্ট।
সব কষ্ট জমে যে কষ্ট
তার নাম অধিষষ্ঠ/
যার ভরে হঠাৎ নড়ে ওঠে-
প্রাসাদের সিরামিক , অত্যাচারে জর্জরিত দেওয়াল /
ভূকম্পপীড়িত বরফের খই/
নিঃশব্দে বেয়ে পড়া গমের শীষের মতো-
শূণ্য থেকে শুরু আদি পিতামহের-/
নির্বাসনের নির্জন কষ্ট ।
দালান জাহান
সখিপুর ।