বাবা বলতেন
আপেল হচ্ছে পৃথিবীর সেরা রঙ
যে রঙ মিশে থাকে হৃদয়ের তফসিলে।

জল হচ্ছে সেই খনি
দুঃখ ও সুখের সংসারে যে বাজিয়ে যায়  উজান-ভাটি গান
যেখানে সাঁতার কাটেন ঈশ্বর।

নারী হচ্ছে সেই ফল
যে দিনে পাকে এবং রাতে কাঁচা হয়
যাকে সবচেয়ে সুবোধ লাগে ঘোড়ার জিঞ্জিরে।

প্রেম হচ্ছে চেতনানাশক ইনজেকশন
চুক্তিত্তোর জীবনবীমা
যেখানে বেঈমানীকে সাজসজ্জায় বৈধ করা হয়।

দালান জাহান
২৪.১২.২৪