চায়ের কাপ থেকে লাফ দিয়ে
ধোঁয়ার যে গুলতিগুলো চিতা হয়ে বের আসে
অক্ষরহীন নাম আত্মা-পুড়া কার্পেট গ্যাসচেম্বার
পরমাণু ও তারকার সমান দুরত্বে
অন্ততকাল! অনন্তকাল! আশ্চর্য গর্জন।
আষাঢ় ও বর্ষার বাসর রাতে
একদিন অন্ধকার সমান দুই কেজি সুখ  
হিরোশিমা-নাগাসিকার গল্প ভেদ করে
চক্ষুহীন দুয়ার বিবস্ত্র পথ শোষণ দাঁত লাগিয়ে
রেষ্টুরেন্টে যায় বাড়ি! বাড়ি মাংসহীন মানুষের জুস।
ক্ষুধায় মরে যাওয়া পিঁপড়েগুলো ছাড়া
ঈশ্বরের মন বুঝেনি কেউ
কেউ বলেনি নীরবতা! নীরবতা!
সাদা চিল মমি! মমি!
শেয়াল অথবা মুরগির অবিস্মরণীয় সন্ধি নিয়ে বলেনি নিপীড়িত নগ্ন আঙুল পাথর! পাথর!
দু'টো ভাত আজও ঘর খোঁজে পাচ্ছে না
দু'টো সুতো জন্মের আশায়
আজও খোঁজে পাচ্ছে না দেহাতির শীতল চওড়া বুক।