প্রতিটি মানুষ জানলো
আকাশ মেঘ ও নক্ষত্রমন্ডল জানলো
গাছপালা পশুপাখি জানলো
নবাব সীরাজউদ্দোলা ও মীরজাফরের
বংশধরেরা ও জানলো
মানুষেরা ভীষণ অসহায় মানুষেরা একাকী
গুমকঙ্কাল হয়ে এক জীবন পড়ে রইলো।
মনময় জলবনে দাঁড়িয়ে দেশবাসী
চব্বিশ বার বমি করলো
পাখিরা সে বমি নিয়ে যুদ্ধ করলো জীবন দিলো
শরবত মেঘে রক্তগ্লুকোজ
তুমি জানলে, জানলে না পিও
তোমার জিহবা ভর্তি অভিশাপে
মস্তিষ্কে জন্ম নিলো শিম্পাঞ্জি ও বনমানুষ
লাফিয়ে লাফিয়ে লাল অক্ষরে
ছাপিয়ে গেলো শ্বাসরোধী আয়নাঘর
তুমি জানলে, তুমি জানলে না পিও।

দালান জাহান
২৮.০৮.২৪