বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সঃ)
আমরা সকলই তার উম্মত।
সমগ্র জাহানের যিনি নবী,
তিনিই আমাদের বিশ্বকবি।
সত্যের মুর্ত প্রতীক হযরত (স:)
প্রভু দিয়েছেন তাকে পুর্ন রহমত।
সত্যের মহিমা করিতে প্রচার,
দিয়েছেন নতুন ব্যবস্থা ও বিচার।
যাহার মাধ্যমে প্রচারিত এই ইসলাম।
আল্লাহর করুনায় মোরা পৃথিবীতেএলাম।
প্রথমে প্রচারিত আল্লাহর. ধ্বনি উঠে,
পুর্বে সুর্য্য উদয়ে আলোর কিরন ছুটে।
আলোর পরশ পেয়ে যেমন জেগে উঠি,
সমস্থ রহমত দিয়েছেন প্রভু ধুলায় লুটি।
মাতৃ ভুমির তরে কত শহিদ দিয়েছেন প্রান,
সত্য জয়ের জন্য হযরত সর্বদা বলিয়ান।
যিনি আল্লাহর পথের পথিক,
তাহার পুর্ন নিশানা সঠিক।
নবিজী সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম,
আপনার তরে মোর শতকটি সালাম।
আলিফ লাম মিম,
আল আমিন।
.
(ইষৎ. সম্পাদিত : ইসমাঈল হোসেন প্রামানিক এর দ্বারা।
মুল কবি : শ্রী শিবশংকর চক্রবর্তী)