দেখবে নাকি আমাদের গ্রাম-
রুপ  যেথায় ঝরে ঝরে পড়ে
ধানের মাঠে ঢেউ খেলে যায়-
বাতাস যখন থেকে থেকে আসে।

আজ বরঞ্চ দক্ষিণে যায়
দেখবে চলো জয়েন পুরের মাঠ-
হিজলিপাড়া-চুয়াপাড়া-তালবাড়িয়া
দেখতে পারবে কালি পাড়ার ঘাট

এ দেখা হয়তো কল্পনায়
বাস্তবে কিভাবেই বা দেখবে?
সেগুলো যে একশো বছর আগেই
ভেঙে এখন পদ্মার তলে লীন।

চলো আরো দক্ষিণে যাই-
যেথায় পাবে মহানগর টেক
কান্তি নগর বাথান পারা
নদী বন্দর-থামতো যেথায় মাড়োয়ারির নাও।

তা আজ বিলীন হয়েছে
পদ্মারই করাল গ্রাসে
ভেবে দেখো বড় বড় দালান ঘর-
কুস্টিয়া হাইস্কুল ভেঙে ভেঙে-
স্থায়ী হয়েছে হরিপুরে
নাম হয়েছে "দি ওল্ড কুস্টিয়া হাইস্কুল"
এসবই ছিল কুড়ুলিয়ার লগ্নসীমা।

এসব তোমাকে কল্পনাতেই দেখতে হবে-
বাস্তবতা হলো পদ্মা এসব ভেঙ্গে দিয়েছে।

||
২০/০৮/২০১৭