তুমি বড় খ্যাপাটে,ঝগড়াটে মন
মোর সাথে ঝগড়া করো সারাক্ষন।
আমি তো সে- আলাভোলা,
সহজ    সরল।
নিরিবিলি থাকি সদা
নেই হট্টগোল।

কাম কাজ করো যখন,
একা একা ঠোট নড়ে,
পাও যদি মোর ত্রুটি ভুল:-
হৈচৈ শুরু করো-করো হট্টগোল।

প্রকৃতির সৃষ্টি বোঝা বড় দায়,
কেউ নরম কেউ গরম ভেবে নাহি পাই।
দিন শেষে রাত হলে-হয় আলিঙ্গন,
ঝগড়াটে হলেও তুমি-হই প্রিয়জন।

||

২৯/০৮/২০১৭ ইং