কে চলো হে অতিষ্ঠ একলা পথিক?
দাড়াও ক্ষনিকের জন্য,
বলে যাও এ কিসের বুক ফাটা আর্তনাদ?
দুনিয়ার প্রতি, নাকি তার মানুষরপি নরপিশাচ-পশুদের প্রতি?
এদের নরপিশাচ রুপি পশুত্বের বর্ননায় স্বয়ং স্রষ্টা বলেছেন, "উলা-ইকা কাল আন-আম,বালহুম আ-দল্ল" (তারা পশুর ন্যায়,বরং তার চেয়েও জঘন্ন)।
ইন্নাল্লাহা মা-আসসবিরিন।
নিশ্চয় ধৈর্যধারনকারিদের সাথে আল্লাহ রয়েছেন।
সুতরাং তুমি ধৈর্য ধরো-এগিয়ে যাও বুদ্ধিমত্বার সাথে।