ভালবাসি তোমায় আমি প্রিয় চরকুড়ুলিয়া
চির সবুজের মাঝে খুজে ফিরি সব খানে
শহর-নগর আর বন্দরে শুধু মনে প্রানে
এমন ভুমি আরপাইনা কোথাও,খুজি নয়ন দিয়া।

তোমার বুকে জন্মানো ডাল আর সবজি খেয়ে
ঢাকা-ফেনি-নিমসার-কুমিল্লা,গড়ছে দেহখানি
টাটকা  তরকারি,        আলু- পটল- ঝিঙি
মরিচ লাউয়ের স্বাদ ভুলবে কিভাবে,দেখেছে যে চেয়ে।

কপি-মুলা-বরবটি,সিম আর জাংলার পুই
কচু-ডাটা-করলা কাকরোলের লোভ কি বন্ধে?
গৃহিনী যবে মসলা দিয়ে কাচা সবজি রান্ধে
টাটকা সবজির স্বাদ,কিভাবে যে লুকিয়ে থুই!!

||
০৮/০৭/২০১৭