ভাল থেকো
মনে রেখো
মাঝে মাঝে
খোঁজ নিও

হয়ত বা
ভূল ছিল
তবু মোরে
ক্ষমা করে দিও

অধম পাপি
মানুষ আমি
তবু মনে
ভালবাসা রেখো