সবাই তো মারা যাবে
আমায় ও যেতে হবে
বেশিদিন নেই হাতে
চাই আর সুখ পেতে
যদি কিছু দিতে পারি
মানব সমাজেতে
মরে ও সুখ পাব
সন্দেহ নেই তাতে
আজ কিছু বলতে চাই
তরুণ মন জাগাতে
মাছে ভাতে বাঙালি
এখন সব কাঙালি
হাতে ভিক্ষার ঝুলি
এসবই মামুলি
আমাদের সমাজে
ভদ্র লোকের সাজে
আছে আরো আজে বাজে
কত শত পথ মাঝে
শীতের দাপটে
কচি কচি হাত ফাটে
বক্তৃতা মাঠে ঘাটে
সব শালা ক্ষেপাটে
শিশুর মুখে হাসি
ভরে দেব রাশি রাশি
অপরাধিদের ফাঁসি
এখন সবই বাসি
কত শত কথা দেই
রাখার তো নাম নেই
নির্বাচন হয়ে গেলে
জনগনের দাম নেই
আর কত কথা আছে
শুনে কান পঁচবেই
কোটি কোটি টাকা পাই
বিদেশ ভ্রমণে যাই
ত্রাণের টিন খাই
টাকা ছাড়া ঘুম নাই
শান্তির চুক্তি
জনগনের মুক্তি
সাম্যের রাজনীতি
কার বেশি শক্তি
এল নতুন জমানা
রাজনীতি ভাল না
লক্ষি ছেলের দল
কেউ কিছু বলেনা
এ জাতির মুক্তি
আর বুঝি হলনা